Sunday, 24 May 2015

মেয়েবেলা

জীবনে প্রথম আজকে আমার মনে হল মেয়ে হওয়াটা পাপ। আমি চাইনা আর মেয়ে হয়ে জন্মাতে। আমি চাইনা আমার কন্যাসন্তান জন্মাক। মেয়ে জন্মাক তাদের বাড়িতে যাদের প্রচুর অর্থ আর প্রচুর ক্ষমতা। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে মেয়েদের আসলেই কোনো অধিকার নেই! তসলিমা নাসরিনের আজকের লেখাটা পড়ে চোখে জল এলো। এটা তো আমার কথা। আমার মতো হাজার হাজার মেয়ের কথা। পুরুষতান্ত্রিক সমাজে মেয়েরা আজকেও তাদের সম্পত্তি হিসাবেই গণ্য হয়। যতই শিক্ষিত আর উপার্জনক্ষম হোক না কেন সেই তাদের নিজের চেনা পরিবেশ ছেড়ে আজকেও অন্যের বাড়ি যেতে হয়। মেয়েদের নিজের বাড়ি বলতে কিছু আছে কি? বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি। নিজের বাড়ি তবে কোনটা? মেয়েদের এই শ্বশুরবাড়িতে থাকার নিয়মটা কবে শেষ হবে! ছেলে মেয়ের বিয়ে হবে তো মেয়েকে শ্বশুরবাড়িতে কেন থাকতে হবে? কেন? সমাজের নিয়ম বলে? এই নিয়মটা বানিয়েছে কে? শ্বশুরবাড়িতে বউদের কোনদিন মেয়ের চোখে দেখা হয়না। মেয়েরা মেয়েদের সব থেকে বড়ো শত্রু। নইলে বাড়ির বউদের মেয়ে ভাবতে এত কষ্ট কেন?
ছেলের বাবা মা ইমপর্ট্যান্ট মানছি। মেয়েদের বাবা মা নয় কেন? সপ্তাহের সারা সময় শ্বশুরবাড়িতে থাকার পর ছুটির দিনে একটা মেয়ে কেন তার মা বাবার কাছে থাকতে পারবে না? কেন তাকে অনুমতি নিতে হবে তার নিজের বাবা মার কাছে যাওয়ার জন্য?
আজকে আমার মতো শিক্ষিত চাকুরিজীবি মেয়েকে যদি শুনতে হয় বিয়ের পর সপ্তাহ শেষে তুমি তোমার বাড়ি যেতে পারবে না, আমার বাড়ির লোকের সাথে তোমাকে সময় কাটাতে হবে, আমার পছন্দের পোষাক পরতে হবে, আমার কথা শুনতে হবে নইলে এই সম্পকর্ ভুলতে হবে। 

তাহলে আমি সেই মেয়েদের কথা ভেবে শিউড়ে উঠি যাদের কোনো উপায় নেই এসব কথা না মেনে। পুরুষ তোমার লজ্জা হয় না সমাজের দোহাই দিয়ে মেয়েদের অসহায়তার সুযোগ নিতে? 

No comments:

Post a Comment