Monday, 7 November 2016

ভালো আছি, ভালো থেকো।

অফিসে লবিতে দাঁড়ানো মেয়েটির চোখ ছলছল। তার সহকর্মীর সাথে গল্প করছে....তার এক প্রিয় মানুষের মৃত্যুর কথা। রবিবার রাতে অ্যাক্সিডেন্টে মারা গেছে...মেয়েটির চোখ থেকে ঝরঝর করে জল পরছে...গলায় আকুতি কেন আমার সাথেই কেন?
আমি বড্ডো স্বার্থপরের মতো ব্যবহার করলাম। কথাটা শুনে কানে হেড ফোন গুঁজে মুখ ফিরিয়ে চলে এলাম। কিছুই বলার ছিলো না....কি বলতাম? সান্ত্বনা দেওয়ার মতো কিছুই নেই আমার কাছে.....সমবেদনা আমি জানাতে পারিনা...
প্রিয় মানুষের হারানোর বেদনা বুঝি.... শুধু আমি কেন , এই পৃথিবীর প্রতিটা মানুষ বোঝে।
যে মানুষটাকে চোখের সামনে হাসতে, খেলতে দেখতো.... সে হঠাৎ করে একদিন নেই.... কোথাও নেই....মন খারাপ করলেও কিছু করার নেই... সে এই পৃথিবীর কোথাও নেই। এই কষ্ট অদ্ভূত রকম কষ্ট।
সেই মানুষটা নেই জীবনে... কিন্তু অন্তত সে এই পৃথিবীতে আছে... হাসছে,খেলছে....ভালো আছে।
হোক না, তার সাথে হয়তো কখনো দেখা হবে না...কোনোদিন ফোনের স্ক্রীণে নং ভেসে উঠবে না...কিন্তু তবু তো মনে শান্তি,বেঁচে আছে, ভালো আছে।
অন্তত পৃথিবী ছেড়ে চলে যাওয়া মানুষগুলোর মতো অন্য জগতে চলে যায়নি সে।
গাড়িটা চলছে তীব্র গতিতে নীল সাদা ফ্লাইওভার পেরিয়ে....সাঁই সাঁই করে পেরিয়ে যাচ্ছে প্রিয় কলকাতা। হেডফোনে গান বাজছে ...জানালা দিয়ে দমকা হাওয়া এসে চুলগুলো এলোমেলো করে দিচ্ছে...কাঁচটা তুলে দিলাম।

পৃথিবীটা বড্ড সুন্দর।
ভালোবাসে বা ঘৃণা করে অথবা কিছুই করে না এমন সব মানুষেরা ভালো থাকুক...এই পৃথিবীরই অন্য কোথাও তারা থাকুক...বেঁচে থাকুক।
সময় বদলায়...মানুষের সম্পর্ক গুলো বদলায়...
একটা সময় পরে বুকের খিঁচখিঁচ অনুভবটা কমে যায়.... অতীত হয়ে স্মৃতিগুলোই রয়ে যায়। একটা সময় পরে ঐ স্মৃতিগুলোর উপরে সময়ের ধূলো জমবে.... ঝাপসা হয়ে যাবে পুরোনো অতীত, নতুন অতীতের কাছে।
একদিন হয়তো হাসি মুখে অতীত বর্তমানের সামনে দাঁড়াবে, সেদিন পুরোনো অতীতের গা থেকে সময়ের ধুলো ঝেড়ে আরো একবার অনুভব করবো পুরোনো সময়টাকে।
ভালো আছি, ভালো থেকো।

No comments:

Post a Comment