Monday, 7 November 2016

ডাক্তারবাবু এবং আমি

কদিন ধরেই শরীরটা খারাপ যাচ্ছে। গত সপ্তাহে অফিসে পাঁচ মিনিটের জন্য ধরাধাম ত্যাগ করেছিলাম। সে যাইহোক, ডাক্তারের কাছে গেছি। ডাক্তারবাবু সাংঘাতিক মজার লোক। লাস্টবার যখন গেছিলাম, তখন পোষ্ট ব্রেক আপ সমস্যা চলছিলো। ডাক্তারবাবু আমাকে তাঁর জীবনের ল্যাং খাওয়ার গল্প শুনিয়েছিলেন... যে যাত্রায় ওনার ওষুধ আর ল্যাং খাওয়ার গল্পের সৌজন্যে ট্রমা থেকে বের হয়েছিলাম!!!
এবার, যাওয়ার পরেই উনি জিজ্ঞাসা করলেন সমস্যা কি?
আমি বলার আগেই আমার আম্মু যাবতীয় অভিযোগের ঝুলি নিয়ে বসলেন...
আমি খুব কনফিউজড হয়ে ভাবছিলুম ডাক্তারের কাছে এসেছি নাকি টিচারের কাছে!!!
নেহাৎ ওনার কাছে ডান্ডা ফান্ডা নেই, নইলে আমি সিওর আম্মু ওনাকে রিকুয়েষ্ট করতেন বেশ কয়েক ঘা বসাতে!!
এতো বড়ো ধেড়ে একটি মেয়ের সম্পর্কে যে অ্যাতো অভিযোগ থাকতে পারে, সেটা আমার আম্মুকে না দেখলে বিশ্বাস করা বেশ কঠিন!!
"একদম কথা শোনে না, এতো রাগ মেয়ের ! আপনি কিছু করুন!"
আমি বুঝলাম না আমি কথা শুনি না বা রাগ করি এতে ডাক্তার বাবুর করণীয় কি!!!
বেশ জ্বালায় পরা গেলো তো!
আমি এবার থাকতে না পেরে বলে উঠলাম "আচ্ছা মুসকিল তো!!! তুমি চুপ করবে একটু?
ডাক্তারবাবু আপনিই বলুন এতো বড়ো একটা মেয়ের সব ব্যাপারে নাক গলালে মাথা গরম হবে না? অফিসের ফোন এলেও ওনাকে বলতে হবে কে ফোন করেছে , কি বললো!!!
কিছু বললেই বলবে 'আমি তোর মা, আমার অধিকার সবথেকে বেশি!! আমি জানবো না তো কে জানবে' ! মাথা গরম হওয়াটা কি স্বাভাবিক নয়?"
ডাক্তারবাবু বলে উঠলেন "সত্যিই তো কতো বড়ো হয়ে গেছে! নাক না গলালেই কি নয়?"
আমি ভাবলাম, যাক বাবা আমার হয়েই কথা বলছে!!!
ওমা, সে গুড়ে বালি.... তিনি সংযোজন করলেন " এখনকার জেনারেশনটাই হলো ডিফেক্টিভ, নিজেরাও কাঁদবে অন্যকেও কাঁদাবে!! পুরো জেনারেশনটাই ডিফেক্টিভ জন্ম নিয়েছে।
শোনো মা বাবার কাছে সন্তান কখনো বড়ো হয়না! তুমি যখন মা হবে বুঝতে পারবে!"

বাপ মা হলেই এই বিখ্যাত কথার পেটেন্ট পাওয়া যায় "মা/বাপ হও , তখন বুঝবে!"
বেগতিক দেখে চুপ করে গেলুম। পৃথিবীর সব মা, বাপ একজোট হয়ে যায় সন্তানের বদনাম করার ব্যাপারে! এখন যদি কিছু বলি বলা তো যায় না ইঞ্জেকশন ফুটিয়ে দিলো! আমি আবার ভীষণ ভয় পাই। এদের বিশ্বাস নেই, ছেলেপুলেদের টাইট দেওয়ার ব্যাপারে সব সমান!!
থার্মোমিটারে টেম্পারেচার দেখে , পেট টেপে টুপে, অ্যাঁ করে বের করা জিভ খানিক দেখে শুনে বললেন জ্বর আছে, প্রেশারটাও বেশ লো আছে। সর্দিও আছে.... ভাইরাল মনে হচ্ছে। জল খায়না তাই না?
আমি তো পুরোই কোণঠাসা!!! মোক্ষম জায়গাতে মেরেছে ডাক্তার!!!
এবার আম্মুর চীৎকার আরো বেড়ে গেলো। ডাক্তারবাবু একদম পানি খায়না!! খাবারও খায়না! নইলে এই বয়সে লো প্রেশার হয়?আমি পইপই করে বলেছিলাম পানি না খেলে শরীর খারাপ হবে!!!
ব্যাপার হলো পৃথিবীর সব মায়েরা স্বঘোষিত ডাক্তার হয়! এরা সর্দি, কাশি , বমি সবের ডাক্তারিতে সিদ্ধহস্ত!!!
কি আর করা যাবে, চুপ করেই রইলুম! মনে মনে ভাবছি "হর কুত্তেকা দিন আতা হ্যায়"
যাইহোক, পানি না খেলে স্যালাইন দেওয়ার হুমকি দিয়ে ডাক্তারবাবু পাঁচদিন পরে আবার আমার পদধূলি চেয়েছেন ওনার চেম্বারে!
এই কদিন পানি খেতেই হবে, নইলে ডাক্তারবাবু আর আম্মুর ষড়যন্ত্রে স্যালাইন থেকে কেউ আমাকে বাঁচাতে পারবে না!!!

1 comment: