Thursday, 2 May 2019

ফুলটুসী - ১

আমার একটা দেশী মুরগী ছিলো, নাম ফুলটুসী। ঐরকম সুন্দর মুরগী আমি জীবনে আর একটা দেখলাম না। হাল্কা বেগুনি রঙের দেহ আর গলায় সোনালী পালক। 
ফুলটুসী ছিলো আমার প্রথম পোষ্য যার কারণে আমি বহুবছর মুরগী খাওয়া বন্ধ রেখেছিলাম। 
তখন ক্লাস টু কিংবা থ্রিতে পড়ি। মামারবাড়ি গেছি গরম কিংবা পুজোর ছুটিতে ঠিক মনে নেই। তখন মামারবাড়ি ছিলো রূপকথার রাজ্য। নানাভাই নানীজান মামারা...আমবাগান, কাঁঠানবাগান, পুকুর ঘাটে রূপচাঁদা মাছ আর দামোদরের চর। 
আমরা শ্যালোতে গা ধুতাম হুল্লোড় করে...একবার গায়ে বিছুটি ঘষে গেছিলো! সে কি কান্ড... হু হা করে হাত জ্বলছে।আমরা তত লাফাচ্ছি পানির মধ্যে। 
শ্যালোর পানি প্রচন্ড ঠান্ডা হতো... কাঁচের মতো পরিস্কার... সেই পানি তিরতির করে আল বেয়ে চলে যেতো ধানক্ষেতে। 
তো এমন মামারবাড়িতে গেলে কে আর ফিরতে চায় কাঠলোহার শহরে? 
কিন্তু ফিরতে হবেই। আব্বু নিতে এসেছে... ভোর পাঁচটায় সবকটাকে ঘুম থেকে তুলে দিলো। আব্বু তখন কেমন যেন হিটলার টাইপ ছিলো... নইলে ওতো ভোরে কে বাড়ি যায়? অমি হাত পা ছুঁড়ে কাঁদছি... বাড়ি যাবো না। আরো দিন কয়েক থাকবো। ঐদিকে আব্বু হাতের নড়া ধরে হিড়হিড় করে টানছে। মোষের গাড়ি সেজেগুজে রেডি। নানিজানের চোখে পানি। নানিজান সান্ত্বনা দিচ্ছে আবার চলে আসবে বুবু... কাঁদে না। 
হঠাৎ আমার চোখ পড়লো পাঁচিলের দিকে। আমার ফুলটুসি (তখনো নামকরণ হয়নি) পাঁচিলে গলা উঁচিয়ে দাঁড়িয়ে আছে... সকালের নরম আলো সোনালী পালকে পরে চকচক করছে। দেখে আমি মুগ্ধ। ব্যস, আর যায় কোথা! অজুহাত রেডি। 
আমি ডিক্লেয়ার করলাম ঐ মুরগী ছাড়া আমি কোত্থাও যাবো না। সবাই হতবাক। ছাড়া মুরগী ধরা এক কঠিন কাজ। নানিজান বললো আগে জানলে আমি দরমাতেই আটকে রাখতাম। এদিকে আমি মুরগী ছাড়া বাড়ি যাবো না। অতএব নানাভাই মুনিশদের হুকুম দিলেন মুরগী ধরার জন্য। সবাই মুরগী ধরতে ব্যস্ত। মুরগী দৌড়ায়, পিছনে লোকজন দৌড়ায়.. শেষে বহুকষ্টে মুরগী ধরা পড়লো.. তারপর মুরগীকে প্যাকেটে ভরে, শুধু মুখটা থলি থেকে বের করে আমাকে দেওয়া হলো। আমি মুরগী বগলদাবা করে মোষের গাড়িতে উঠলাম। গাড়ি বাসস্ট্যান্ডের দিকে রওনা দিলো...মোষের গলায় ঘন্টা টুনটুন করে বাজছে। শিং এ প্লাস্টিকের মালা জড়ানো। 
ওদিকে মুরগীর নামকরণ কমপ্লিট। ফুলটুসীর বুক তখন ধড়ধড় করছে ভয়ে... আমি মাথায় হাত বুলিয়ে সাহস দিয়ে চলেছি। 
বাসে জানালার ধারে বসে.. সারাবাসের লোক অবাক হয়ে দেখছে ফ্রক পড়া পুঁচকি একটা মেয়ে কোলে মুরগী নিয়ে বসে.. 
সাঁই সাঁই করে বাস চলেছে বর্ধমানের পথে, ফুলটুসীর নতুন বাড়িতে। 
(চলবে)

No comments:

Post a Comment