Thursday, 2 May 2019

There is only one Earth, There is no Planet-B

সারা পৃথিবী জুড়ে ১.৫ মিলিয়ন বাচ্চা রাস্তায় নেমেছে। আমাদের পৃথিবীটার জন্য... যে পৃথিবীটাকে আমাদের মতো বড়োরা নষ্ট করে দিয়েছে কিংবা দিচ্ছে।
প্রথম ক্যাম্পেন শুরু করে সুইডেনের গ্রেটা, মাত্র ষোল বছরের সে বুঝে গেছে এই বিশাল মহাবিশ্বে আমাদের আর ঘর নেই... একটাই ঘর, সেটা আমাদের পৃথিবী। এটা নষ্ট করে দিলে কোথাও যাওয়ার জায়গা যে নেই আমরা সেটা না বুঝলেও, ওরা বুঝেছে। তাই রাস্তায় নেমে চীৎকার করছে এই পৃথিবীটা রক্ষা করতেই হবে।
এসব দেখে গলার কাছে দলা পাকানো কান্না জমে ওঠে... ভরসা জেগে ওঠে আবার। নাহ, আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের থেকে একদম অন্যরকম। এরা পৃথিবীর কথা ভাবে, মানুষের কথা ভাবে। এরা আমাদের মতো যুদ্ধবাজ নয়, দ্বেষ নিয়ে বড়ো হয়নি।
পৃথিবী আজ হাজার হাজার গ্রেটাতে ভরে গেছে।
আমাদের পরবর্তী প্রজন্ম পারবে এই সুন্দর পৃথিবীটাকে বাঁচাতে, তাদের পারতেই হবে।
There is only one Earth, There is no Planet-B.

No comments:

Post a Comment